2025-04-29
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

নেশার টাকা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক দুই চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যেমন নেশার রমরমা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চুরির ঘটনা। নেশার টাকা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক দুই চোর। ঘটনা বিশালঘর বাইপাস এলাকায়। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। নেশার টাকার জোগাড় করতে দিন দুপুরে বিশালগড় বাইপাসে দুটি বাইসাইকেল চুরি। আর তখনই গাড়ি সহ আটক দুই চোর। তাদের বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে উত্তম মাধ্যম দিলো স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত দুই চোরকে গাড়ি সহ উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে গেলো পুলিশ। মঙ্গলবার একটি তিন চাকার পণ্যবাহী অটো গাড়ি করে বিশালগড় বাইপাস আসে দুই চোর। সেখান থেকে দুই শ্রমিকের বাইসাইকেল চুরি করে অটো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে বিদ্যুতের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে।

অভিযুক্ত দুই চোরের নাম কৌস্তব সরকার, বাবার নাম ভোলা সরকার, বাড়ি আগরতলা। অপর জনের নাম নয়ন দে, বাবার নাম নন্দন দে, বাড়ির বাগমা। সে আগরতলা ভাড়া থাকে বলে জানা যায়। তাদের কাছ থেকে ব্রাউন সুগারের কন্টেনার, টাক্কাল, তিনটি তালা কাটার ব্রেইট উদ্ধার হয়।

বিশালপাড় বাইপাসে নেশা কারবাড়ির কাছ থেকে ব্রাউন সুগারের কন্টেনার ক্রয় করতে এসে অভিযুক্ত দুই চোর আটক হয়। পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। বিশালগড় বাইপাসের প্রতিনিয়ত যে সমস্ত চুরির ঘটনা ঘটছে। সবকিছুতেই অভিযুক্ত এই দুই চোর জড়িত বলে দাবি করেন স্থানীয়রা। তাদেরকে প্রায়শই বিশালগড় বাইপাস এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায় বলে খবর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service