2025-04-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

নারীদের উপর ক্রমবর্ধমান অন্যায় অত্যাচার ধর্ষনের প্রতিবাদে সোচ্চার হলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে সারা রাজ্যে নারীদের উপর ক্রমবর্ধমান অন্যায় অত্যাচার ধর্ষণ সংঘটিত হচ্ছে তারই প্রতিবাদে সোচ্চার হয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে বুধবার রাজ্য পুলিশের ডি জি পির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী।

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির‍্যাতন ও নারী ঘটিত অপরাধ বৃদ্ধির কারণে উৎকণ্ঠা ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে অভিযোগ করেন দোষীদের উপযুক্ত সাজা হচ্ছে না। তাই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন ৫ জনের প্রতিনিধি দল পুলিশ হেড কোয়ার্টার এ গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দেন।

প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান, ডি জি পি আশ্বস্ত করেছেন মহিলা সংক্রান্ত অপরাধমূলক ঘটনাগুলি গুরুত্ত দিয়ে দেখবেন ও ব্যবস্থা নেবেন। যদি তা না হয় তাহলে মহিলা কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service