জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মণিপুরী সম্প্রদায়ের কাছে পূজনীয় বরেণ্য পাওনা ব্রজবাসী এর শহিদান দিবস পালন করা হয়েছে। পুথিবা ওয়েলফেয়ার ও কালচারেল সোসাইটি ও পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন ত্রিপুরার পক্ষ থেকে বুধবার এই শহীদান দিবস পালন করা হয়। মণিপুরীরা একে খংজম দিবস বলেন। এই বছর ১৩৪ তম খংজম দিবস পালন করা হয়েছে। রাজধানীর অভয়নগরস্থিত তাদের কার্য্যলয়ে এই অনুষ্ঠান হয়। উপস্থিত সবাই পাওনা ব্রজবাসী এর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
তিনি ছিলেন একজন বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। ৭১ দিন ইংরেজের সঙ্গে যুদ্ধ করার পর শহীদ হন তিনি। সেই থেকে আজও মণিপুরী সম্প্রদায়ের লোকেরা বিশেষ মর্যাদার সঙ্গে প্রতি বছর এই দিনটি পালন করে আসছেন। এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী সহ মণিপুরী সমাজের বিশিষ্ট লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
Leave feedback about this