জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের রেল যোগাযোগ ক্ষেত্রে আরও নতুন এক্সপ্রেস রেল যুক্ত করা, পরিকাঠামো অত্যাধুনিকীকরণ, সিঙ্গেল লেন গুলিকে ডবল লেনে উন্নীত করা এবং রেল লাইন আরও সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে বেশকিছু দাবি উত্থাপন করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এই দাবি গুলির মধ্যে রয়েছে,আগরতলা-সাব্রুম ট্রেককে ডবল লেনে উন্নীত করা, লামডিং -সাব্রুম পর্যন্ত ট্রেন চালু করা, সাব্রুম পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী ও মালবাহী ইলেকট্রিক ট্রেন চালু করা। যাত্রী স্বাচ্ছন্দ ও সময় বাঁচাতে গৌহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শীঘ্রই চালু করার দাবি জানান।
তার পাশাপাশি আগরতলা – জম্মু, আগরতলা -পুরি, আগরতলা – গয়া এক্সপ্রেস চালুর দ্রুত অনুমোদন, আগরতলা গৌহাটি ইন্টার সিটি এক্সপ্রেস, অমৃত ভারতের অধীন আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর স্টেশনের আধুনিকীকরণ, বাঁধারঘাট স্টেশনকে বিশ্বমানের করে তোলারও দাবি জানান।
আগরতলা – করিমগঞ্জ ও আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের কোচ গুলিকে এলএইচবি কোচে রূপান্তর, ডেমু ট্রেনটিকে বদরপুর পর্যন্ত সম্প্রসারণ করে, এই অঞ্চলের যাত্রী ভীড় কমানো, বাণিজ্যিক দিকটিকে মাথায় রেখে জিরানীয়া ইয়ার্ড এর উন্নতিকরণ, সেকেরকোট IOCL এ রেল সাইডিং, ইনডাস্ট্রিয়াল রেল লিংক এর জন্য বোধজং নগর ও আর কে নগরে পর্যবেক্ষণ ও অনুমোদন, সাব্রুমে ICP রেল লিংক, বিলোনিয়ায় ফেনী রেল লিংক চালু করা।
সাথে পেঁচারথল-কৈলাশহর- ধর্মনগর এবং ধর্মনগর -বিলোনিয়া ভায়া কৈলাশহর-কমলপুর -আগরতলা রুট চালু করা। তৎসঙ্গে রেলওয়ে অভার ব্রিজ গুলির কাজ দ্রুত সম্পন্ন করা। পরিচ্ছন্নতা, আগরতলা রেল স্টেশনে আরও বড় শেড নির্মাণ করার বিষয়ে বিষদে আলোচনা করেন। আন্তরিকতার সাথে দাবিগুলির গুরুত্ব অনুভব করে, অগ্রাধিকারের ভিত্তিতে যথার্থ ব্যবস্থা গ্রহনের কথা জানান রেলমন্ত্রী।
Leave feedback about this