2025-04-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

রহস্যজনকভাবে নিজের বন্দুক থেকে গুলিবিদ্ধ হয়ে আহত এক বিএসএফ জওয়ান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে নিজের বন্দুক থেকে গুলিবিদ্ধ হয়ে আহত এক বিএসএফ জওয়ান। আহত বিএসএফ জওয়ানের নাম মানি কুন্দন, বয়স আনুমানিক ২৪ বছর। ঘটনা সোমবার সকালে মহারানী বিএসএফ ক্যাম্পের অধীন রইস্যাবাড়ি বর্ডার পোস্টে। গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন মানি কুন্দন।

গুলির শব্দ পেয়ে তার পাশে ছুটে যান অন্যান্য জওয়ানরা।তারা গুরুতর আহত অবস্থায় | তাকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহত বিএসএফ জোয়ানকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোমতী জেলা হাসপাতালে তার সিটি স্ক্যান করানো হয় এবং অন্যান্য আনুষাঙ্গিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।

কিন্তু আঘাত গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আহত বিএসএফ জোয়ানকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। এদিন গোমতী জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান নিজের বন্দুকের গুলি থেকেই আহত হয়েছেন বলে অন্যান্য জোয়ানরা তাকে জানিয়েছেন। বন্দুকের গুলি তার বুকের বাঁদিকে লেগে এফোড় ওফোড় হয়ে বেড়িয়ে যায়।

আশঙ্কা জনক অবস্থায় থাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে বিএসএফ জোয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রইস্যাবাড়ি সীমান্ত এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service