2025-04-17
Ramnagar, Agartala,Tripura
Uncategorized

অটোতে ছাত্রীর সাথে অভব্য আচরণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ  

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- অটোতে ছাত্রীর সাথে অসভ্য আচরণের ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা পুলিশের সাফল্য। পুলিশ প্রশাসন চাইলে সবকিছুই করতে পারে। গতকাল অর্থাৎ বুধবার দিনভর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এক ব্যক্তির অসভ্য আচরণের দৃশ্য। আর এই দৃশ্য পুলিশ প্রশাসনের নজরে আসে। ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বটতলা ফাঁড়ির পুলিশ।
বুধবার এক ছাত্রী নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য অটোতে উঠেছিলেন। সেই অটোতে শ্যামল দাস নামের ব্যক্তি ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর শ্যামল তার শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাতে শুরু করে ওই ছাত্রীকে। অবশেষে ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত শ্যামল দাস কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বাড়ি উদয়পুরে। সে ইন্দ্রনগর এলাকায় থেকে রড মিস্ত্রি কাজ করে। তার বিরুদ্ধে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেও সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন। তাকে গ্রেফতার করায় খুশি ছাত্রী সহ ছাত্রীর পরিবার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service