2025-04-14
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

‘ভারতরত্ন’ বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরজীর জন্মবার্ষিকী পালন প্রদেশ কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এর জন্ম জয়ন্তী পালন করলো প্রদেশ কংগ্রেস। এবছর ১৩৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। সোমবার সকালে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত সবাই আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্ন নেতৃত্ব। আশীষ বাবু বলেন, ভারত রত্ন আম্বেদকর ছিলেন অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক বর্তমান সময়ে দেশের সংবিধান আক্রান্ত। সংবিধানের উপর নানা ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।

তাই কংগ্রেস দল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের সংবিধান যেন অক্ষুন্ন থাকে। সংরক্ষন প্রথা যেন বিলুপ্ত না হয়। উল্লেখ্য এদিনের এই অনুষ্ঠানে অবশ্য দলের রাজ্য স্তরের নেতাদের মধ্যে প্রদেশ সভাপতিছাড়া বিধায়কদের কাওকে দেখা যায়নি। অবশ্য দলের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসলে সমস্ত বিধায়করাই হাজির থাকেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service