2025-04-10
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জিতন্দ্রের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় বিভিন্ন হ্যুতে শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। সি.পি.আইএম-এর শাখা সংগঠন সিট্যু, এআইকেএস, জিএমপি, টিকেএমইউ, এই চারটি সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবীতে তেলিয়ামুড়ায় ডেপুটেশন প্রদান সহ একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিজেপিকে বিভিন্ন ইস্যুতে সাঁড়াশি আক্রমন করেন। এদিন চারটি সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবীর ভিত্তিতে প্রথমে তেলিয়ামুড়া শহরে এক মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সি.পি.আইএম তেলিয়ামুড়া মহকুমা অফিসের সামনে এক পথ সভায় রাজ্যের জ্বলন্ত বেশ কিছু ইস্যু নিয়ে শাসকদল বিজেপি এবং বর্তমান সরকারকে কাঠ গড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসে সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন দাবীর ভিত্তিতে মহকুমা শাসকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি.পি.আইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া, সি.পি.আইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ সহ দলের বিভিন্ন স্থরের নেতৃত্বরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service