2025-04-09
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

১০ দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে ১০ দফা দাবিতে বুধবার ডেপুটেশন দেওয়া হয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে। একইসঙ্গে তারা রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে স্কুলগুলিতে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে পরিকাঠামো বৃদ্ধি করা, শিক্ষাকে অবৈতনিক করা, জোর করে হিন্দি চাপিয়ে না দেওয়া সহ আরো কিছু দাবি উথ্যাপন করেন তারা।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাঙালী ছাত্র-যুব সমাজ এর সাংগঠনিক সচিব কল্যাণ পাল। উল্লেখ্য বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন, স্কুলে উপযুক্ত সংখ্যাক শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি। কিন্তু সরকার এদিকে কোনো নজর দিচ্ছে না বলে অভিযোগ।

বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে প্রতিবছর ছাত্রদের ন্যূনতম ১ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে। রয়েছে স্কুলের আরো অন্যান্ন চার্জ। অথচ এই স্কুলগুলিতে নেই ইংলিশ ব্যাকগ্রউন্ডের শিক্ষক, রয়েছে পরিকাঠামোগত বিভিন্ন ত্রুটি। তাই শিক্ষা দপ্তর যেন এই বিষয়টিতে নজর দেয় সেই দাবি দীর্ঘদিনের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service