জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পবিত্র ঈদের দিনে প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ এক যুবককে আটক করল কৈলাসহর থানার পুলিশ। এক সাক্ষাৎকারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর থানার এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দির কাছে গোপন সূত্রে খবর আসে যে বাবলু শব্দকর নামে এক যুবক প্রচুর পরিমাণে বিলাতি মদ নিয়ে অবৈধভাবে টুকটুক করে শ্রীরামপুর তার নিজ বাড়িতে যাচ্ছে।
এরপর এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী শহরে গিয়ে উৎপেতে বসে থাকেন এবং বাবলু শব্দকরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সে থানার হেফাজতে রয়েছে। বিক্রি করার উদ্দেশ্যে সেই বিলাতি মদগুলি নিয়ে যাচ্ছিল তার বাড়িতে যাচ্ছিলো বলে খবর। যার বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি। কৈলাসহর থানার পুলিশ বাবলু শব্দকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
Leave feedback about this