জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোক দেখানোর জন্য এই অনুঠান নয়, এই অনুষ্ঠান করা হচ্ছে আমতলী বাজারের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে। আমতলী বাজারের প্রত্যেক ব্যাবসায়ীদের মধ্যে যেন একতা থাকে সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠান। আমতলী বাজার ব্যবসায়ী সংস্থার উদ্যোগে বিধায়ক রামপ্রসাদ পালের অনুপ্রেরণায় আয়োজিত মেখা রক্ত দান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিধায়ক রামপ্রসাদ পাল।
তিনি বলেন আমতলী বাজারে ব্যবসা করতে হলে সকলের সাথে মিলে চলতে হবে, রামপ্রসাদ বাবু বলেন তিনি যতদিন এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে থাকবেন ততদিন শুধুমাত্র মানুষের সস্বার্থে কাজ করে যাবেন। এদিন এছাড়াও ছিলেন ব্লক চেয়ারম্যান ভুলন সাহা, বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছে বলে জানান উদ্যোক্তারা।
Leave feedback about this