2025-03-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

শশুর বাড়িতে গুলি কান্ডের মাস্টার মাইন্ড পিস্তল সহ জামাতা আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ার গুলি কান্ডের ঘটনায় সিপাহীজলা জেলা থেকে আটক করা হয়েছে ঘটনার মূল অভিযুক্তকে। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। সিপাহীজলা গেস্টহাউস কটেজে প্রবেশের পথে উদ্ধার করা হয় এই আগ্নেয়াস্ত্র। ঘটনা বৃহস্পতিবার বিকেলে। গ্রেফতার করা হয়েছে ৪জনকে।

সম্প্রতি ঘটে যাওয়া তেলিয়ামুড়া কুসশায়টিলা এলাকায় অভিজিৎ দাস তার শ্বশুর বাড়িতে স্ত্রীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ মোট ৪জনকে গ্রেফতার করে তেলিয়ামুড়া চারিপাড়া শ্মশান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত অভিজিৎ দাসকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ সিপাহীজলা গেস্ট হাউজের পাশে জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।

৩বে প্রশ্ন হচ্ছে কিভাবে তেলিয়ামুড়া থেকে এই আগ্নেয়াছটি সিপাহীজলা গেস্ট হাউসে নিয়ে আসলো অভিযুক্তরা। অভিযোগ সিপাহীজলা গেস্ট হাউজ ও কটেজের মধ্যে প্রতিনিয়৩ চলছে এখন দিনের আলোতে বিভিন্ন নেশার রমরমা বাণিজ্য এবং মক্ষীরানীদের নিয়ে আসর। ৩বে আশ্চার্যের বিষয় হল এখন মারনাস্ত্র পিন্ডল যেন খেলনার বন্দুক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service