জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত কম করেও ১৫ জন। দুর্ঘটনাটি ঘটে মুঙ্গিয়া কামি থানাধীন আঠারমুড়া পাহাড়ের কলই বস্তি এলাকায়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। যান দুর্ঘটনা কোনো ভাবেই পিছু ছাড়ছে না। মঙ্গলবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড়ের কলই বস্তি এলাকায়।
জানাযায় কলই বস্তি এলাকা থেকে বোলেরো পিকআপ গাড়ি করে প্রায় কুড়ির অধিক যাত্রী মুন্সিয়ানামী বাজারে আসছিল। মঙ্গলবার মুন্সীয়া কামি হাট বার। ওই এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই উঁচু রাস্তায় উঠতে গিয়ে ব্রেক ফেল করে পেছনের দিকে গভীর গর্তে গাড়িটি উল্টে যায়। দুঘটনায় কম পক্ষে ১৫জন পুরুষ ও মহিলা যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। কয়েকজন গাড়ি থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাচায়।
প্রথমে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তখন কর্তব্যরত চিকিৎসক ছিলেন মাত্র দুজন। তাই চিকিৎসা পরিষেবা প্রদানেও ব্যাঘাত ঘটে। আহতদের আটজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর দাবি উঠেছে বেহাল রাস্তা সংস্কার ও হাসপাতালগুলিতে উপযুক্ত সংখ্যক ডাক্তার নিয়োগের।
Leave feedback about this