জনতার কলম ওয়েবডেস্ক :- ২২ গজে আরও একবার স্পিনের ফুল ফোটালেন ভারতীয় স্পিনারা। নিউ জিল্যান্ডের লড়াই তো প্রত্যাশিতই। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারা। কিন্তু শেষ পর্যন্ত কিউইরা তল পেল না ভারতের শক্তি-সামর্থ্যের গভীরতার। ফেভারিট ভারতই শেষ পর্যন্ত জিতে নিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। নিউ জিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে রোহিত শার্মার দল অপরাজিত চ্যাম্পিয়ন হলো টানা পাঁচ জয়ে।
টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড ৫০ ওভারে তালে ২৫১ রান। ভারতের দুই পেসার মিলে ১০ ওভার করে ১০৪ রান দিয়ে উইকেট নেন একটি। কিন্তু চার স্পিনারই ছিলেন দুর্দান্ত।রান তাড়ায় উদ্বোধনী জুটির শতরানের পর লড়াইয়ে ফেরা কিউইদের হতাশ করে ভারত জিতে যায় এক ওভার বাকি রেখে।
দলের অভিজ্ঞতম পেসার ও এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরিকে চোটের কারণে ফাইনালে পায়নি নিউ জিল্যান্ড। তবে শেষ পর্যন্ত, রান কিছু কম করার খেসারত দিতে হয়েছে তাদের। সবশেষ আসরে আট বছর আগে ইংল্যান্ডে রানার্স আপ হয়েছিল ভারত। এবার শিরোপা জিতে তিনটি ট্রফি জয়ের প্রথম নজির গড়ল তারা।
দেশের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের হারের সেই হতাশা হয়তো মুছে যাবে না। তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা বলে ক্রিকেটে নিজেদের দাপট বুঝিয়ে দিল ভারত।
Leave feedback about this