2025-03-09
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বিরোধীদের চক্রান্ত রুখে শান্তি , মৈত্রী ও প্রগতির পথে এগুচ্ছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে রাজ্যে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে। রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জন সমাবেশে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সমাবেশে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জয়প্রকাশ নাড্ডা।

শনিবার ৮ মার্চ রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি হয়েছে ।এই উপলক্ষে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশে আয়োজন করে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি ।এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। এই সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বিরোধী সিপিএম এবং কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে ২০১৮ সালে ৩৫ বছরের কমিউনিস্টদের দুঃশাসন থেকে রাজ্যবাসী মুক্তি পেয়েছে। খুন ,সন্ত্রাস, রাহাজানি ,উগ্রবাদ এবং উগ্রপন্থীদের সৃষ্টির কারিগর সিপিএমকে জনগণ দেখেছে। কংগ্রেস কেও রাজ্যবাসী দেখেছেন। কংগ্রেস সিপিএমের থেকে ধার করা স্টাইলে রাজ্য শাসন করতো। মুখ্যমন্ত্রী বলেন ,সিপিএমের আমলে রাজ্যের দুজন সাংবাদিক খুন হয়েছেন। এখনো এর বিচার চলছে।এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আগামী দিন বিচার হবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

এদিন বক্তব্যে রাজ্যের উন্নয়নের দিকগুলিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত সাত বছরে রাজ্যের বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট ছিল ২৭ হাজার ৮০০ কোটি টাকা ।এর মধ্যে পরিকাঠামোগত খাতে খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা ।মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামো ঠিক না থাকলে বিনিয়োগকারীরা আসবেন না ।এতে অর্থনীতিও সমৃদ্ধ হবে না তিনি আরো বলেন, ত্রিপুরায় ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৯১ টি সরকারি চাকরি হয়েছে। আউটসোর্সে চাকরি হয়েছে পাঁচ হাজার 671 টি ।সরকারি ও বেসরকারি সিকিউরিটি গার্ড ও অন্যান্য ক্ষেত্রে চাকরি হয়েছে ২৯৩৭টি ।দুই লক্ষের অধিক রাজ্যে এন্টারপ্রেনার তৈরি হয়েছে ।তিনি জানান ,রাজ্যে বেকারের হার 1.7% যেখানে জাতীয় ক্ষেত্রে বেকারের হার ৩.২% ।তিনি আরো বলেন, আরো আট হাজার চাকরি প্রদানের প্রক্রিয়া চলছে। নিয়োগ প্রক্রিয়া আগামীদিনেও জারি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই জনসমাবেশে এদিন বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service