2025-03-05
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ফাইন মানির টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপাহীজলা পুলিশ প্রশাসনের ভিতর একের পর এক আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে গ্রেপ্তার হচ্ছেন একাধিক পুলিশ কর্মী। ফাইন মানি ঘোটালা কান্ডে গ্রেফতার বিশালগড় ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মাকে বুধবার আদালতে পাঠালো পুলিশ। অভিযুক্ত অমরজিৎ দেববর্মা ফাইন মানির প্রায় ৭৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে খবর।

বিশালঘর থানার পুলিশ মঙ্গলবার রাতে ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করে। সিপাহিজেলা পুলিশ সুপার অমরজিৎ দেববর্মার বিরুদ্ধে বিশালঘর থানায় সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগে মামলা দায়ের করেন। এদিন সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান ২০২৩ সাল থেকে ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা ফাইন মানির টাকা জমা সরকারি কোষাগারে জমা দিচ্ছেননা।

ওনাকে বেশ কয়েকবার নোটিশ পাঠানোর পরও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই অমরজিৎ দেববর্মার বিরুদ্ধে বিশালঘর থানায় সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগে মামলা দায়ের করা হয়। এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, আইন সবার জন্য জন্য সমান। যারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত তারা পুলিশ হউক বা সাধারণ মানুষ কাউকে ছাড়া হবে না। উল্লেখ্য, কিছুদিন আগে সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে ২৯লক্ষ টাকা ঘোটালা কাণ্ডে পাঁচজন গ্রেফতার করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service