জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিছু দিন পর পরেই টি এন জি সি এলএর গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকান্ড ঘটছে। তার উপর দুর্ঘটনাস্থলে সময়মতো টি এন জি সি এল এর টিম পৌঁছছে না বলে অভিযোগ। শনিবার দুপুরে রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায় গ্রান্ডিউস ক্লাব এর কাছে এই ভাবেই টি এন জি সি এল এর গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকান্ড ঘটে।
তাতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও টি এন জি সি এল এর কর্মীরা পৌঁছতে পারেনি। অগ্নি নির্বাপকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও পাইপ লাইন থেকে গ্যাস নির্গত হচ্ছিলো। অগ্নি নির্বাপক কর্মীরা আধা ঘন্টারও বেশি সময় ধরে টি এন জিসি এল এর কর্মীদের অপেক্ষায় ছিলেন।
টি এন জি সি এল এর ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। যদিও বড় ধরণের বিপত্তি এড়ানো গেছে এদিন। উল্লেখ্য কিছু দিন পর পরেই টি এন জি সি এল এর গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকান্ড ঘটছে। এর থেকে যে কোনো মুহূর্তে বড় ধরণের বিপত্তির আশঙ্কা থেকে যাচ্ছে। দাবি উঠেছে এই সমস্যার স্থায়ী সমাধানের।
Leave feedback about this