2025-03-01
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

গুলিতে নিহত বাংলাদেশী পাচারকারীকে বিজিবির কাছে মৃত দেহ হস্তান্তর বিএসএফের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো ও বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশী পাচারকারী। ঘটনা শুক্রবার রাতে কলমচৌড়া থানাধীন পুটিয়া এলাকায়। নিহত বাংলাদেশী পাচারকারীকে বিএসএফ জোওয়ান বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।

সীমান্ত বাহিনীর বক্তব্য পুটিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ পাচার বাণিজ্য করার পথে বিএসএফ তাদেরকে বাধা দিলে বিএসএফের বাধা কোনমতে মানছেন না পাচারকারীরা। উল্টো বিএসএফের দিকে আঙ্গুল তুলে পাচারকারীরা।

বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা পাচারকারীদের লক্ষ্য করে গুলি করলে একজন পাচারকারী নিহত হয়। তার বাড়ি বাংলাদেশে, পাচারকারী। নিহত পাচারকারীর নাম এমডি আলামিন। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে রয়েছে নিহত পাচারকারী মরদেহ।

শনিবার মৃত পাচার কারির মৃত দেহ পুটিয়া ১৪৩ নম্বর গেইটের মধ্যে দিয়ে ৪৯ বেটেলিয়ন বি এস এফ এর কমান্ডেন্ট অজিত কুমার ও কলমচৌড়া থানার পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের বিজিবি ও পুলিশের সহযোগিতায় মৃত দেহ হস্তান্তর করা হয়।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service