জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নলছর বিধানসভা কেন্দ্রের মেলাঘর পোয়াংবাড়ি এলাকার দিন মজুর মানিক বর্মনের ২৫ বছর বয়সি ছেলে দীপ্তনু বর্মন স্নাতক উত্তীর্ণ হয়ে অর্থ উপার্জনের জন্য বাবার সাথে কাজে যোগদান করে। তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তা আর হলো না। আজ থেকে বেশ কয়েক মাস আগে দীপ্তনু বর্মনের মাথায় একটা যুক্তি আসে নিজে হেলিকপ্টার তৈরি করে আকাশে উড়ার।
সেই থেকে দীপ্তনু বর্মন নিজের পরিশ্রমের কাজের টাকা দিয়ে হেলিকপ্টার তৈরির সমস্ত সরঞ্জাম ক্রয় করতে শুরু করেন এবং সে নিজে বাড়িতে বসে আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করে। হেলিকপ্টার আকাশে উড়তে গেলে যতটুকু টেকনিক্যাল কাজের প্রয়োজন হয় তার বেশিরভাগই লাগিয়েছে সে।
পাখা, ইঞ্জিন প্রায় সব কিছুই ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে তবে আগামী কিছুদিনের মধ্যেই বাকি কাজগুলি সেরে আকাশে উড়ার ট্রায়েল দেবে দীপ্তনু।সে সাংবাদিকদের জানিয়েছেন সম্ভবত তার এই চেষ্টা সফলতার মুখ দেখবে। হ্যাঁ আরো জানিয়েছে অর্থের অভাবে বাকি কাজগুলি করা সম্ভব হচ্ছে না যার ফলে সরকার যদি সামান্য কিছু সাহায্য করতো তাহলে খুব শীঘ্রই সেই কাজগুলি সম্পন্ন করা যেত।
স্থানীয় এলাকাবাসীরা হেলিকপ্টার দেখতে প্রায় প্রতিনিয়তই বাড়িতে ভিড় জমাচ্ছে। তবে এলাকাবাসীদের মতে সম্ভবত ত্রিপুরায় এই প্রথম দীপ্তনু বর্মন নিজ হাতে হেলিকপ্টার তৈরি করেন আকাশে উড়ার চেষ্টা চালাচ্ছে। তবে দীপ্তনুর চেষ্টার ফল হেলিকপ্টার কবে আকাশে সফলভাবে ট্রায়াল দেবে সেই অপেক্ষায় এলাকার লোকজন।
Leave feedback about this