জনতার কলম ওয়েবডেস্ক :- অপরাধীদের মধ্যে ধরা পড়ার এবং শাস্তি পাওয়ার ভয় এবং ন্যায়বিচার পাওয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা হল সুশাসনের পরিচয়। শুক্রবার গান্ধীনগরে জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (এনএফএসইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন।
তিনি আরো বলেন যে যেকোনো বিচার ব্যবস্থা তখনই শক্তিশালী বলে বিবেচিত হবে যখন এটি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং বহাল থাকবে। ২০২৪ সালে তিনটি নতুন ফৌজদারি আইন প্রবর্তন ভারতীয় ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত ছিল।
এদিন এই অনুষ্ঠানে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave feedback about this