2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

শুরু হল ত্রিপুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উচ্চ মাধ্যমিকের পর মঙ্গলবার তথা আজ থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ ই মার্চ পর্যন্ত। এছাড়া শুরু হয়েছে মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষাও , প্রথম দিনে উভয় পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা হল ইংরেজি। এ বছরের মাধ্যমিক পরীক্ষা চলছে রাজ্যের ১৪৫টি কেন্দ্রের ৬৮টি স্থানে। 

এদিন পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র বিজয় কুমার গার্লস বিদ্যালয়ে পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী। ছাত্র ছাত্রীদের কোথাও কোন অসুবিধা হচ্ছে কিনা এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখেন। অবশেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এছাড়া উচ্চ মাধ্যমিকের ন্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদেরও নিজ সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মুখ্যমন্ত্রী লিখেছেন, এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যৎ নির্মাণের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সকলের সাফল্য কামনা করি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service