2025-02-19
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় সৌর প্যানেলের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে মোদী সরকার : সাংসদ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প যাত্রার অন্যতম হল পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। বুধবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিস প্রাঙ্গনে সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধীকরণ শিবিরের উদ্বোধন করে বললেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচাৰ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পুরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা।

আগরতলা পুর নিগমের আশ্রম চৌমুহনীস্হিত পূর্ব জোনাল অফিস প্রাঙ্গনে বুধবার পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার জন সচেতনতা এবং নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর তথা পূর্ব জোনালর এডভাইজারি কমিটির চেয়ারম্যান সুখময় শাহা সহ অন্যান্যরা।

এদিন এই সচেতনতা শিবিরের উদ্বোধন করে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত সংকল্প যাত্রার একটি অন্যতম প্রকল্প হল পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। এই যোজনার সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন আগে আমরা পয়সা দিয়ে বিদ্যুৎ ক্রয় করে ব্যবহার করতাম। বর্তমানে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে আমরা নিজেরা বিদ্যুৎ উৎপন্ন করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যকে বিক্রিও করতে পারবো। মানুষকে এই বিষয়টি বুঝাতে আরও ব্যাপক প্রচার প্রয়োজন বলে মনে করেন তিনি।

এই শিবিরে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে কাউন্টার খোলা হয়। যাতে গ্রাহকরা এই ক্ষেত্রে ব্যাংকের লোন পেতে পারেন। এছাড়া এই প্রকল্পের সাথে রাজ্যে যুক্ত বিভিন্ন ভেন্ডার শিবিরে উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service