2025-02-17
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

জৈব পদ্ধতিতে মশা তাড়ানোর সচেতনতা মহিলা কলেজের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উইমেন্স কলেজ এন এস এস ইউনিট এর উদ্যোগে চলছে জনসচেতনতা কর্মযজ্ঞ। যার অঙ্গ হিসাবে সোমবার রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের মধ্যে ক্যামিকেল ব্যতীত উপায়ে জৈব মশা নিরোধক কিভাবে তৈরী করা যায় তার উপর লিফলেট বিলি করা হয়। মশার তান্ডব থেকে নাগরিক জীবনকে রক্ষা করতে লিফলেট বিতরন করেন স্বেচ্ছাসেবীরা।

তাছাড়া সচেতন সুনাগরিকদেরকে আরো সচেতন করার জন্যই এই কর্মসূচি হাতে নেওয়ার উদ্যোগ বলে জানানো হয়। কিছুসংখ্যক নাগরিক ইচ্ছাকৃত ভাবে আবর্জনা ড্রেনে ফেলে চলমান নর্দমার জলকে বাঁধা প্রাপ্ত করছে। ফলে ঐ স্থির জলে মশার বাড়বাড়ন্তের দরুন জনজীবন হচ্ছে বিপর্যস্ত।

এই অতিষ্ঠ অবস্থা থেকে পরিত্রানের একমাত্র উপায় হলো সচেতনতা। আর এই সচেতনতার কাজটাই করছে উইমেন্স কলেজ এনএস এস ইউনিটের স্বেচ্ছাসেবীরা। সমগ্র কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service