জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার মধ্যে মৌ স্বাক্ষর হয় শুক্রবার। এদিন সকালে ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি এবং নেশনাল ল ইউনিভার্সিটির প্রতিনিধিদের মধ্যে মৌ স্বাক্ষর করা হয়।
মূলত ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আগরতলার মধ্যে একাডেমিক, গবেষণা সহযোগিতা এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের জন্য মৌ স্বাক্ষর হয়। এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির অধিকর্তা এইচ কে প্রতিহারি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওয়াই পি সিং।
এদিনের মৌ স্বাক্ষর কর্মসূচির বিষয়ে আধিকারিকরা জানান , উভয় প্রতিষ্ঠানের লক্ষ এক। এখানে আইনই মুখ্য। তাই এই মৌ এর গুরুত্ব অপরিসীম।
Leave feedback about this