2025-02-13
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তুত রয়েছে : পর্ষদ সচিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হবে ২২ ও ১৮ মার্চ। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে এসংবাদ জানানো হয়। সংবাদ মাধ্যমের সামনে এনিয়ে বিস্তারিত জানান পর্ষদ সচিব। তিনি জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তুত রয়েছে। বর্তমানে চলছে শেষ পর্যায়ের কাজ। আগামী ২৪ শে ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর ২৫ শে ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।

সার্বিক বিষয়ে তথ্য দিতে গিয়ে বোর্ড সচিব দুলাল দে জানান , এখনো পর্যন্ত ২৯ হাজার ৬৪৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী এবং ২১ হাজার ৪৫৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এডমিট রেডি হয়ে গেছে। তবে আরো কিছু বাড়বে সংখ্যা। অন্যদিকে তিনি জানান , এবারে অনলাইন প্রসেস করায় কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ফর্ম ফিলাপে অসমর্থ হয়। অধিকাংশ ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়তে হয় অনেককে। যার কারণে এখনো চলছে ফর্ম ফিলাপের কাজ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service