জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নেশা মুক্ত ত্রিপুরার স্লোগানের আড়ালে অবৈধ নেশা কার বারিরা রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাজ্যের রেলকে হাতিয়ার করে গাজা সহ বিভিন্ন নেশা সামগ্রী প্রতিদিন আমদানি রপ্তানি হচ্ছে। আগে সড়ক পথে যানবাহনের মাধ্যমে যেভাবে নেশা সামগ্রী আমদানি রপ্তানি হতো এখন রেলকে করিডর বানিয়ে অবৈধ নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
মাঝে মধ্যে রাজ্য পুলিশ ও রেল পুলিশ বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে লোক দেখানো অভিযান চালালেও প্রকৃত নেশাকারবারিদের টিকির নাগালও পাচ্ছে না। এই ঘটনা নিয়ে জনমনে বিভিন্ন কৌতূহলের সৃষ্টি হয়েছে। গতকাল রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে তিরিশ হাজার টাকার অধিক গাঁজা।
পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। পুলিশ জানায়,এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিলিগুড়ি থেকে সাবরুম যাত্রী নামানোর সময় ট্রেনটি উদয়পুর রেল স্টেশনে দাঁড়ানোর পর সন্দেহ মূলক ভিত্তিতে দুইটি ব্যাগ দেখতে পায় উদয়পুর জিআরপি থানার পুলিশ এবং ১৬৯ নং বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা অভিযান চালায়।
ব্যাগ দুটিকে অভিযানে ৩ কেজির অধিক শুকনো গাজা সহ কাউকে আটক করতে হয় নি। শুকনো গাঁজা গুলিকে নিয়ে রাধা কিশোর পুর থানা নিয়ে আসা হয়। তবে পুলিশ প্রকৃত গাঁজা পাচার কারীদের জালে উদ্ধার করতে পারবে কিনা সেটাই বড় বিষয়।
Leave feedback about this