2025-02-11
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

তিন দাবি নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরে টিএসইউ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত নভেম্বর মাসেই স্কলারশিপ প্রদানের পোর্টাল বন্ধ করে দেওয়া হয় উপজাতি এবং অন্যান্য ছাত্র-ছাত্রীদের জন্য। অথচ এখনো নাকি একই পোর্টালে স্কলার্শিপের ফরম জমা দিতে পারছে তপশিলি জাতিভুক্ত এবং ওবিসি ছাত্রছাত্রীরা। মঙ্গলবার এই বিষয় নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করেন বাইবেল স্টুডেন্ট ইউনিয়ন।

এ দিনের ডেপুটেশন সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। অনেকটা অভিযোগের সুর তুলে রাজ্যে ও কেন্দ্রে একই সরকার থাকা সত্ত্বেও দুই ধরনের নিয়ম লাগুর বিষয়ে ক্ষোভ জাহির করেন। অভিযোগ করে তিনি বলেন উপজাতি ছাত্রছাত্রীরা ব্যাপক সমস্যায় জর্জরিত। এক্ষেত্রে যেমন দপ্তরের মন্ত্রী ব্যর্থ ঠিক তেমনি দপ্তর ও নির্বিকার বলে অভিযোগ করেন তিনি।

একই সাথে স্কলারশিপের সমস্যার পাশাপাশি রাজ্যের উপজাতি ছাত্রাবাস গুলির বেহাল পরিকাঠামোর বিষয় নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন তিনি। স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে যে সমস্ত উপজাতি ছাত্র-ছাত্রীরা এখনো ফরম ফিলাপ করতে পারেননি তাদের জন্য পোর্টাল খুলে দেওয়ার দাবি জানানো হয়। ছাড়া যে সমস্ত হোস্টেল গুলোতে হোস্টেল ওয়ার্ডেন এখনো নিয়োগ করা হয়নি সে সমস্ত হোস্টেল গুলোর উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের মত তিন দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন দেওয়ার কথা জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service