2025-02-10
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

৯ দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন ৯ দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি গুলি সম্পর্কে এদিন এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস। তাদের দাবিগুলি হল, চলতি বর্ষে ইট ভাট্টা শ্রমিকদের মজুরি ন্যূনতম ১০ বৃদ্ধি করতে হবে। রাজ্যে যে সমস্ত ইট ভাট্টার শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাঁকা হয়নি, সেগুলো দ্রুত পাঁকা করতে হবে। শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল, পাঁকা সেনিটাইজেশন, ঔষধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি, প্রতিটি ঘরে

 

বিদুতের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিকদের গর্ভকালীন সময়ে বিনা পারিশ্রমিকে প্রাপ্য মঞ্জুরি দিতে হবে। শ্রমিকদের প্রতিদিনের কাজের হিসাবে এই প্রাপ্ত মজুরি দিতে হবে। শ্রমিকদের জন্যে রেজিস্ট্রি নিশ্চিত করা, ভাট্টায় পরিযায়ী শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি ইট ভাট্টা গুলিতে সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। শ্রম দপ্তর এই বছর কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে এই শ্রমিক ইউনিয়নের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service