জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কের কিছু অংশের দূরবস্থা এবং পরিবহন দুর্ভোগের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য সোমবার সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কের কিছু অংশের দূরবস্থা এবং পরিবহন দুর্ভোগের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য সোমবার সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জির দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সাংসদ বলেন, ৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কটি ত্রিপুরার লাইফ লাইন, এটি গ্লোবাল ইস্টের জন্য ভারতের প্রবেশ দ্বার এবং কেন্দ্রীয় সরকারের এক্ট ইস্ট পলিসির ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ। ৩৭১ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়কটি ত্রিপুরাকে দেশের অন্যান্য রাজ্যের সাথে যুক্ত করেছে। কিন্তু এই জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে শনিছড়ার মধ্য়বর্তী প্রায় ১১ কিলোমিটার রাস্তা বেহাল দশায় রয়েছে। যার ফলে প্রতিনিয়তই ওই সড়কে যান দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। এছাড়া উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে বর্ষাকালে রাস্তার দু ধারের পাহাড় থেকে জল ও মাটি বেয়ে এসে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে ওঠে। NHIDCL’এর উদাসীনতার কারণে এই রাস্তাটি সংস্কার হয়নি। সাংসদ আরো বলেন, উত্তর-পূর্বাঞ্চলে তুলনামূলক বেশী বৃষ্টিপাত হয়ে থাকে। তাই উত্তর-পূর্বাঞ্চলে সড়ক নির্মাণের ক্ষেত্রে নির্মাণ সামগ্রীর গুনমানের উপর বিশেষ নজর দেওয়ার আবেদন জানান তিনি। কেননা উত্তর-পূর্বাঞ্চলে NHIDCL’সর্বনিম্ন দরে কাজ করে থাকে। যার ফলে সড়ক নির্মাণের ছয়মাসের মধ্যেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠে। এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার জন্য পরিবহণ মন্ত্রককে আবেদন জানান সাংসদ। পাশাপাশি অতিদ্রুত ৮ নং জাতীয় সড়কটির সংস্কার প্রক্রিয়া চালুরও দাবী জানান তিনি। প্রয়োজনে NHIDCL’কে একটি বিশেষ টিম গঠন করারও পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য,রাজ্যের সড়ক যোগাযোগের ক্ষেত্রে লাইফ লাইন হিসেবে আখ্যায়িত ৮ নম্বর জাতীয় সড়ক ।বর্ষাকালে প্রায়ই এই লাইফ লাইন যান চলাচলে স্তব্ধ হয়ে পড়ে।তখন রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দেয়।
Leave feedback about this