জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা ২০২৫ অনুষ্ঠিত হলো সোমবার। রাজধানীর মহারানী তুলসী বতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সাথে প্রধানমন্ত্রীর এই অষ্টম পর্ব প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ছাত্র-ছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা ,পরীক্ষা নিয়ে টেনশন নেওয়া চলবে না। সারাদেশেই কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা। পাশাপাশি বিদ্যালয়েস্তরের বার্ষিক পরীক্ষাও শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। এই সময় অধিকাংশ ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে টেনশনে থাকেন।
ছাত্র-ছাত্রীদের মন থেকে এই চাপ দূর করতে ২০১৮ সাল থেকে পরীক্ষা পে চর্চা শীর্ষক একটি অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ছিল প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের অষ্টম সংস্করণ। এই অনুষ্ঠানে দেশের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানটি বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্প্রচার করা হয়।
সোমবার রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রীদের সাথে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পরে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রীদের বার্তাও ডেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষা নিয়ে টেনশন নেওয়া একদমই চলবে না। পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেয়ে যে প্রশ্নের উত্তর জানা থাকবে প্রথম সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় প্র্যাকটিস চাই।
মুখ্যমন্ত্রী বলেন ,মনে রাখতে হবে, প্র্যাক্টিস মেকস দ্য মেন পারফেক্ট। পরে এই অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ,ছাত্রদের সাথে নিয়ে অনুষ্ঠান দেখে খুব ভালো লেগেছে উনার। মনে হয়েছিল ছাত্র জীবনে ফিরে গেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান ,পরীক্ষা বিষয়টিকে নিয়ে খুব সহজ সরল ভাবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সাথে অভিভাবক ,শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রদের প্রতি বার্তা দেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান ,প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে রাজ্যের বিলোনিয়া থেকেও একজন ছাত্র উপস্থিত ছিল। বিষয়টি খুব ভালো লেগেছে উনার। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
Leave feedback about this