জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত। সম্প্রতি জেআরবিটি’র অফার ছাড়া হয় চাকুরী প্রত্যাশীদের মধ্যে। এ নিয়ে স্বচ্ছ নিয়োগ নীতির দৃষ্টান্ত জনসমক্ষে প্রকাশের দিন দুয়েকের মধ্যেই আবারও নিয়োগের দাবি নিয়ে পথে নামল চাকুরী প্রত্যাশিরা। এবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনে জড়ো হয় এসটিজিটি উত্তীর্ণরা।
এসটিজিটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা নিয়োগের দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় একত্রিত হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান দীর্ঘ প্রায় তিন বছর হতে চলেছে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন তারা। অন্যান্য বিভাগের নিয়োগ সম্পন্ন হলেও তাদেরকে বিনা কারণেই অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ।
সকল প্রকার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া সত্ত্বেও কেন তাদের নিয়োগ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। অপরদিকে বিনম্রভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর অতি সত্তর নিকট নিয়োগের আরজি জানান তারা। অতিসত্বর যেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের প্রত্যাশিত দপ্তরে নিযুক্তি দেওয়া হয় সেই দাবি রাখেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগের অপেক্ষায় বহু চাকরি প্রত্যাশী ওভারেজ হয়ে গেছেন।
এমনও বহু পরিবার রয়েছে যারা লোন নিয়ে পরীক্ষা দিয়েছেন। সময়ে চাকুরী না হওয়ায় বর্তমানে ব্যাংক থেকেও ঋণের চাপ বাড়ছে তাদের মাথায়। তাই সকল দিক বিচার করে মুখ্যমন্ত্রী যেন সহৃদয় হন এবং অতিসত্বর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। সেই দাবী রাখেন এসটিজিটি উত্তির্নরা।
Leave feedback about this