2025-01-28
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

দুই ছাত্রীসহ শিক্ষক হেনস্তা ঘটনায় মহিলা কংগ্রেস নেতৃত্ব জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : মহিলা কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে ঊনকোটি জেলা ভিত্তিক অনুষ্ঠানে দুই ছাত্রীকে ট্রেনে করে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় ট্রেন যাত্রীদের ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে স্থানীয় মানুষের ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে।

তখন ঘটনাচক্রে কংগ্রেসের একাংশের নেতৃত্বের উপস্থিত থাকা এবং সাধারণ মানুষদের সঙ্গে মিলিত হয়ে শিক্ষকদেরকে হেনস্থা করার অভিযোগ উঠছে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এমনকি এই ঘটনার সঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রীর নামও অনেকে জুড়ে দিয়েছেন।

এই বিষয়ে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা দূর করতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী উপস্থিত সাংবাদিকদের অবগত করে জানান ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এর ফলে যদি কেউ মানসিকভাবে কষ্ট পেয়ে থাকেন তার জন্য তারা অনুতপ্ত।

কাউকে ছোট করে দেখানো বা সামাজিকভাবে হেও প্রতিপন্ন করা কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্য। সেই সঙ্গে এই ঘটনার তার উপস্থিতির বিষয়ে যে বার্তা চড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বলে। কারণ তিনি এদিন কুমারঘাটের অনুষ্ঠানে ট্রেনে করে যান নি।

গাড়িতে করে গিয়েছিলেন তিনি এবং আরো কয়েকজন নেতৃত্ব। তাই তার নাম এই ঘটনার সঙ্গে জড়ানো থেকে বিরত রাখার আহ্বান করেন। এ দিনের এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং নেত্রী শ্রেয়শী লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service