জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এগিয়ে চলো সংঘের ব্যবস্থাপনায় বুধবার রাজধানীতে রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি প্রতিযোগিতার আয়োজন করল ত্রিপুরা অ্যাথলেটিক্স এসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি।
বুধবার রাজধানীতে সারা জাগিয়ে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা ।ত্রিপুরা অ্যাটলেটিক্স এসোসিয়েশন এর উদ্যোগে এগিয়ে চলো সংঘের ব্যবস্থাপনায় এই রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এর আসর অনুষ্ঠিত হয় ।এদিন সকালে এগিয়ে চলো সংঘপ্রাঙ্গনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর জান্নবী দাস সহ রাজ্য ক্রিয়া প্রসাদের কর্মকর্তাগণ।
সিনিয়র পুরুষ ও মহিলাদের ১০ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয় ।এছাড়া অনূর্ধ্ব কুড়ি জুনিয়র ছেলেদের আট কিলোমিটার এবং মেয়েদের ৬ কিলোমিটার ,অনূর্ধ্ব ১৮ বিভাগের ছেলেদের ৬ কিলোমিটার ও মেয়েদের ৪ কিলোমিটার এবং অনূর্ধ্ব ১৬ ছেলে ও মহিলাদের দুই কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়।
এগিয়ে চলো সংঘের সামনে থেকে শুরু হয়ে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা এগিয়ে চলো সংঘ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় ।এদিন প্রতিযোগিতার উদ্বোধন করে আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,খেলাধুলার আয়োজন এর উদ্যোগ নিলে বিভিন্ন ক্লাব এবং সংস্থাগুলিকে রাজ্য সরকার সহযোগিতা করে থাকে ।রাজ্য সরকার চায় খেলাধুলার উন্নতি হোক।
মেয়র আরো বলেন, এগিয়ে চলো সংঘের ব্যবস্থাপনায় এই ধরনের একটি প্ল্যাটফর্ম রাজ্যের প্রতিভাবান অ্যাথলেটদের বিকাশে সহায়ক হবে ।এই ধরনের একটি ব্যবস্থাপনার জন্য এগিয়ে চলো সংঘ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Leave feedback about this