2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তির জন্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে : উপাধ্যক্ষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশ নিতে হবে ভালো মানুষ হতে হলে। এর জন্যে দরকার সুস্থ শরীর ও সুস্থ মন ৷ তাই খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। কথাগুলি বলেছেন সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শনিবার সূর্য্যমনিনগর বিধানসভা কেন্দ্রের ও পুর নিগমের ৫১ নং ওয়ার্ডের অন্তর্গত ডক্টর বি আর আম্বেদকর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি স্কুলের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন। তিনি তাদের শুভাকাঙ্খী বলেও জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তির জন্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরামর্শ দেন। একই সঙ্গে এদিন নবম শ্রেণীর ৩০ জন ছাত্রীর মধ্যে বাই সাইকেলে প্রদান করা হয় ৷

সারা রাজ্যেই এই কর্মসূচি চলছে। ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে ও তাদের যেন বাড়ি থেকে স্কুলে আসা যাওয়া করতে অসুবিধা না হয় তার জন্যে অনেক আগে থেকেই এই প্রকল্প কার্যকর রয়েছে। এদিন স্কুলের শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক শ্রোতাদের বেশ প্রশংসা কুড়োয়।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service