জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ব্যাপক উৎসাহের সাথে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল যীষ্ণু দেব বর্মন উপস্থিত ছিলেন, এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি শুভাশিস তলাপাত্র, এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ শম্ভুনাথ রক্ষিত, তেলিয়ামুড়া তথা ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন গোপ প্রমুখ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়ার প্রয়াত বিশিষ্ট ব্যাক্তিত্ব ক্ষিতীশ দেবের প্রয়াণে উনার সুযোগ্য পুত্র সন্তান রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেবের উদ্যোগে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোসিয়াল ওয়েলফেয়ার কমিটি আয়োজন করে তেলিয়ামুড়া মহকুমার পনেরোটা স্কুলের বিশেষ ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য বৃত্তি প্রদান করা হয়।
ইতিমধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া তৈরি করেছে। এদিনের এই আয়োজনে উপস্থিত থেকে যীষ্ণু কর্তা এই প্রকারের সমাজ দরদী আয়োজনের ব্যাপক প্রশংসা করেন এবং সমাজকে বিকশিত করার প্রশ্নে বিভিন্ন আঙ্গিকে সমাজের প্রত্যেকটা স্তরের প্রতিনিধিদের দায়িত্ব সহকারে ভূমিকা পালন করার আহ্বান রাখেন।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রকারের উদ্যোগ বাস্তবিক অর্থে আগামী দিনে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্যকে নতুনভাবে পথ দেখাবে। এছাড়াও অন্যান্য বক্তারা গোটা আয়োজনের ব্যাপক প্রশংসা করে আগামী দিনে এই আয়োজন আরো বিকশিত হবে, সেই প্রত্যাশা রাখেন। গোটা অনুষ্ঠান মঞ্চে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি তেলিয়ামুরার প্রাক্তন শিক্ষক ক্ষিরোদ রঞ্জন দেব। গোটা অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনন্য পরিমণ্ডল তৈরি করেন।
Leave feedback about this