জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে পুর নিগমের শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ই জানুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরি গুলি হল, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ,সেরা আলোকসজ্জা, সেরা থিম, মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গাপুজা। সেরা প্রতিমা হিসেবে পুরস্কার পাচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব, সেরা মন্ডপ নেতাজি প্লে সেন্টার, সেরা আলোকসজ্জা এগিয়ে চলো সংঘ, সেরা থিম যুবসমাজ এবং মহিলাদের দ্বারা পরিচালিত পূজা হিসেবে পুরস্কার পাচ্ছেন রামনগরের মুক্তি সংঘ ক্লাব।
এছাড়াও অন্যান্য ক্যাটাগরি মিলিয়ে মোট ২১ টি ক্লাবকে এদিন পুরস্কৃত করা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত সেরা ৫ টি ক্লাবকে ৫০ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমআইসি মেম্বার রত্না দত্ত, বাপি দাস, প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।
Leave feedback about this