2025-01-02
Ramnagar, Agartala,Tripura
অপরাধ খেলা

চিটফান্ড কেলেঙ্কারিতে বিতর্কে জড়াল শুবমান গিল 

জনতার কলম ওয়েবডেস্ক :- ক্রিকেট মাঠের বাইরের বিতর্কে জড়াল শুবমান গিল। চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোয় সিআইডি তলব করেছে গিলকে। তার সঙ্গে আরও তিন ক্রিকেটার – রাহুল তেওয়াতিয়া, মোহিত শর্মা এবং সাই সুদর্শনকেও তলব করেছে গুজরাটের সিআইডি। অভিযোগ, প্রায় ৪৫০ কোটি টাকার এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তাদের নাম জড়িত। জানাযায় গুজরাটের একটি চিটফান্ড কোম্পানি বি জ়েড ফিনান্সিয়াল সার্ভিসে প্রায় ১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেন শুবমান গিল।  

প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই কোম্পানিটি ৬০০০ কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত, তবে এখন তদন্তের পর সেই পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। ব্যাঙ্কের থেকেও বেশি হারে সুদ দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

গিল বর্তমানে অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্ট দলের হয়ে খেলছেন। তাই তিনি বিদেশে থাকায় তাকে সরাসরি হাজিরা দিতে বলা হয়নি। তবে রাহুল তেওয়াতিয়া, মোহিত শর্মা এবং সাই সুদর্শন ভারতে থাকায় তাদের গুজরাট সিআইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই চার ক্রিকেটারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service