2024-12-26
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

রাজ্যে বাংলাদেশি সন্ত্রাসী ও রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে সতর্ক প্রশাসন, সীমান্তে নিরাপত্তা জোরদার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বাংলাদেশের অস্থির পরিবেশের মধ্যে রাজ্যে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদীরাও রাজ্যে প্রবেশ করছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই আসাম, পশ্চিমবঙ্গ এবং কেরল থেকে বাংলাদেশে ৬-৭ জন সন্ত্রাসবাদীকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আগরতলা রেলস্টেশন হয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।

আর এই ঘটনা সামনে আসতেই সীমান্তে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে আগরতলা রেলস্টেশন থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। বাংলাদেশে হাসিনা সরকার পতন হওয়ার পর সে দেশের কারগার থেকে সন্ত্রাসবাদীরা বের হয়ে যায়।

অন্যদিকে বাংলাদেশে ইউনূস সরকার গঠন হওয়ার পর হাসিনা সরকারের সময় বন্দী কট্টর সন্ত্রাসবাদী বাংলা ভাইকেও ছেড়ে দেওয়া হয় বলে খবর। বাংলাদেশ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষী নানা রকম বক্তব্য রাখছেন বাংলা ভাইও তার বাহিনীর বিভিন্ন নেতৃত্ব।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন সীমান্ত দিয়ে তারা এপাড়ে চলে এসে আস্তান গাড়ার চেষ্টা চালাচ্ছে। যদিও সীমান্ত বাহিনীর জওয়ানরা সীমান্ত এলাকায় তীক্ষ্ণ নজর রাখছে। এদিকে কিছুদিন পর পর আগরতলা সহ অন্যান্য রেল স্টেশনে বাংলাদেশী ও রোহিঙ্গা আটক হওয়ার ঘটনায় সন্দেহ বাড়ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service