জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুতের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক বিদ্যুৎ শ্রমিকের ঘটনাটি ঘটে টাকারজলা এলাকায়। ওই শ্রমিকের বাড়ি উদয়পুর পালাটানায় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণে জান গিয়েছে, ঠিকাদারের অধীনে টাকারজলা এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়েছিলেন রূপক সাহা নামে এক বিদ্যুৎ কর্মী।
তখন কাজ করার সময় হঠাৎ করে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায় সাথে সাথে সহকর্মীরা প্রথমে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালের স্থানান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে আসলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঠিকেদারি সংস্থার গাফিলতিতে এই ধরণের ঘটনা প্রায়শই সামনে আসছে। অন্যদিকে, রাজ্যের বিদ্যুৎ নিগম নিজেদের দায়িত্ব কর্তব্য পাশে রেখে ঠিকেদারি সংস্থার হাতে বিদ্যুতের কাজ তুলে দিচ্ছে। যার কারণে মৃত শ্রমিকের পরিবার কোনো ধরণের সাহায্য পাচ্ছে না।
Leave feedback about this