2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে : কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যের প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সন্মান যাত্রা অনুষ্ঠিত করে প্রদেশ কংগ্রেস। আগরতলা কংগ্রেস ভবন থেকেও বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা করা হয়েছে। পাশাপাশি পশ্চিম জেলার জেলা শাসকের নিকট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবীতে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন যুব-কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কংগ্রেস দল অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ চাইছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননা মানে দেশের সংবিধানকে অপমান করা।

দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন শহর ব্যাপী সম্মান যাত্রায় দলীয় কার্য্যকর্তাদের ভিড় ছিল লক্ষনীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service