জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাত্র-ছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত করা এবং তাদের মধ্যে সমাজের হিতে কাজ করার মানসিকতা তৈরি করাই এনএনএসের মূল লক্ষ্য”। শনিবার আগরতলা এমবিবি কলেজের এন.এস.এস ইউনিট আয়োজিত সাতদিন ব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এছাড়াও এদিন এই শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল আইভি চৌধুরী, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত সরকার এবং স্টেট এনএসএস সেলের প্রোগ্রাম অফিসার ডঃ দেবযানী ভট্টাচার্য সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও কলেজের এন.এস.এস ইউনিটের স্বেচ্ছাসেবীরা।
এদিন এনএসএসের সূচনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মেয়র বলেন, ১৯৬৯ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষকে উদযাপনের লক্ষ্যে ওনার আদর্শকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্প তথা এনএসএসের সূচনা হয়েছিলো। পরবর্তীতে ১৯৭৬ সালে ছয়টি মহাবিদ্যালয়ের প্রায় ৬০০জন স্বেচ্ছাসেবীকে নিয়ে রাজ্যেও এনএসএস পথচলা শুরু করে।
বর্তমানে রাজ্যে প্রায় ৩৪ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা রয়েছে এবং গোটা রাজ্যে এনএসএসের ৪০২টি ইউনিট কাজ করে চলেছে। সাতদিন ব্যাপী আয়োজিত এই শিবিরে ছাত্র-ছাত্রীদের একজন পুর্নাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে শিক্ষাপ্রদান করা হবে বলে আশাব্যক্ত করেন মেয়র।
চলতি বছরের আগষ্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে এম.বি.বি কলেজের এন.এস.এস ইউনিটের যেই সমস্ত স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলো তাদের মধ্যে থেকে ৬জন স্বেচ্ছাসেবীকে এদিন সম্মাননা প্রদান করা হয়।
Leave feedback about this