2024-12-17
agartala,tripura
রাজ্য শিক্ষা

ছাত্র-ছাত্রীদের এনসিসিতে যোগদান করার লক্ষ্যে  অভিভাবকদের প্রতি আহ্বান জানালেন রাজ্যপাল  

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনসিসিতে যোগদানের জন্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানালেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার ভগৎ সিং যুব আবাসে এক ভারত শ্রেষ্ঠ ভারত শীর্ষক এনসিসির এক জাতীয় শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান রাজ্যপাল। দেশের বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা এনসিসি ক্যাডেটদের নিয়ে এই কেম্প আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সোমবার থেকে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এনসিসির ১২ দিনের এক জাতীয় স্তরের শিবির শুরু হয়েছে। এই শিবির বা ক্যাম্পের নামকরণ করা হয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত বা ইবিএসবি ক্যাম্প। মঙ্গলবার এনসিসি’র এই জাতীয় শিবিরের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লাল্লু। রাজ্যপাল এনসিসি ক্যাম্পে যোগদানকারী দেশের বিভিন্ন প্রদেশ থেকে আগত ক্যাডেটদের সাথে কথা বলেন।

পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যপাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি চালু করেছেন।এই প্রথমবার রাজ্যে এই ধরনের এনসিসি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যপাল বলেন, এনসিসি আমাদের শৃঙ্খলা পরায়নতার শিক্ষা দেয় এবং আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করে তোলে। তিনি আরো জানান ,এসএসসি যুবক-যুবতীদের মন থেকে নেতিবাচক প্রভাব দূরীকরণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।

ছাত্র-ছাত্রীদের এনসিসিতে যোগদান করার লক্ষ্যে তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এনসিসি’র এই এক ভারত শ্রেষ্ঠ ভারত চ্যাম্প চলবে। এই ক্যাম্পে দিল্লি ,পশ্চিমবাংলা, সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বাছাই করা ৫০০ জন এনসিসি ক্যাডেট যোগদান করে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service