জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। বহিঃরাজ্যের পর্যটকদের সামনে পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে নানাভাবে কাজ করে চলছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর। গতকাল জম্পুই জেলাতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রমো ফেস্টের অনুষ্ঠান।
আজ তথা বৃহস্পতিবার দ্বিতীয় দিন ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বেটলিং শিব পরিদর্শনে যান রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। পরিদর্শনকালে মন্ত্রী সর্বোচ্চ পর্বত শৃঙ্গের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং কিভাবে এই জায়গাকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে উপস্থিত অন্যান্য আধিকারিকদের সাথে বার্তালাপ করেন।
এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ব্যাটলিং শিপ এই জায়গা থেকে উত্তর-পূর্ব ত্রিপুরার সমগ্র অংশ থেকে শুরু করে মিজোরাম এর একটি অংশ পরিষ্কারভাবে দেখা যায়। তাছাড়া খবর রয়েছে যে এই জায়গাতে বহিঃরাজ্যের বিভিন্ন পর্যটকরা এসে ভিড় জমান সুতরাং এই জায়গাটিকে আরো কিভাবে সুন্দর করা যায় ও আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে পর্যবেক্ষণ করার লক্ষ্যে আজকের এই পরিদর্শন বলে।
Leave feedback about this