জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএড-দের পাশাপাশি স্পেশাল ডিএড-দের অগ্রাধিকার দেওয়ার দাবি জানালেন বেকাররা।শিক্ষা দপ্তরে ডেপুটেশান প্রদান করল অল ত্রিপুরা ডিএড আনএমপ্লোয়েড স্পেশাল এডুকেটরস। রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তাই স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএড-দের পাশাপাশি স্পেশাল ডিএড উত্তীর্ণ বেকারদের সমান অগ্রাধিকার দেওয়ার দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার অল ত্রিপুরা ডিএড আনএমপ্লোয়েড স্পেশাল এডুকেটরস-এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে।এখন দেখার দপ্তর এই বিষয়ে কোন পদক্ষেপ নেয় কিনা?
Leave feedback about this