2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

আজো বিচার পায়নি প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবার।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজো বিচার পায়নি প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবার। বৃহস্পতিবার সপ্তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধা জানালেন সাংবাদিকরা। ২০১৭ সালের ২১ নভেম্বর খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক।

অভিযোগ টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। এমনকি হত্যার পর সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃতদেহ গুম করে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। যদিও সাংবাদিকদের তৎপরতায় মৃতদেহ গুম করতে ব্যর্থ হয় টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট তপন দেববর্মা।

এই ঘটনার পর রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠে। আন্দোলনে নামে রাজ্যের সাংবাদিকরা। চাপে পরে তৎকালীন রাজ্যের বামফ্রন্ট সরকার সিট গঠন করে। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার তদন্ত ভার সিটের হাতে তুলে দেওয়া হয়। এদিকে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর হত্যার তদন্ত ভার সিবিআই-র হাতে তুলে দেওয়া হয়।

সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কেও রাজ্যবাসি কিছুই জানতে পারছে না। বৃহস্পতিবার প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের সপ্তম মৃত্যু বার্ষিকী। এদিন সন্ধ্যায় সাংবাদিকরা রবীন্দ্র ভবনের সামনে প্রদিপ প্রজ্জলন করে প্রয়াত সাংবাদিককে স্মরণ করে।

উপস্থিত ছিলেন, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তনসভাপতি সুবল কুমার দে, বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায়, সাংবাদিক অরুন নাথ, সাংবাদিক প্রনব সরকার ,এবং ত্রিপুরা ইলেক্ট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, সহ অন্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service