2024-11-22
agartala,tripura
অপরাধ রাজ্য স্বাস্থ্য

ফের প্রকাশ্য দিনের বেলায় লাইনে দাঁড়িয়ে থাকা রোগীর কাছ থেকে টাকা চুরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের প্রকাশ্য দিনের বেলায় লাইনে দাঁড়িয়ে থাকা রোগীর কাছ থেকে টাকা চুরি। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্ন চিহ্নের মুখে। এবার রোগীর কাছ থেকে ৫ হাজার টাকা চুরি। ফলে প্রয়োজনীয় টেস্ট না করেই বাড়ি ফিরতে হয় বয়স্ক দম্পতিকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চুরি-ছিনতাইয়ের ঘটনা নতুন নয়।

প্রায়শই এসব ঘটনা সামনে উঠে আসে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন চিকিৎসা করাতে আসেন জিবিতে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জিবি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী ও টি এস আর জওয়ানের ভূমিকা নিয়ে। অভিযোগ ক্রমাগত এসব ঘটনা ঘটলেও চোরকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। ফের চুরির ঘটনা সোমবার।

এদিন রানীরবাজার এলাকার বাসিন্দা বয়স্ক রণজিৎ দেবনাথ স্ত্রীকে নিয়ে জিবি হাসপাতালে আসেন এক্স রে সহ বিভিন্ন টেস্ট করাতে। এদিন তিনি কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন। আচমকা নিজের পাঞ্জাবীর সামনের পকেটে থাকা ৫ হাজার টাকা দেখেন নেই। খোঁজাখুঁজি করেও পাননি। অসহায় হয়ে পড়েন বয়স্ক ব্যক্তিটি।

কি করে চিকিৎসা করাবেন কিংবা বাড়ি যাবেন ভেবে উঠতে পারছেন না। কারণ এই টাকা ছাড়া উনার কাছে আর কিছুই নেই। বাড়ি যাওয়ার মতো টাকা নেই উনার কাছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service