2024-12-15
agartala,tripura
রাজ্য

আসন্ন দুর্গা পূজার প্রস্তুতি নিয়ে আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন দুর্গা পূজার প্রস্তুতি নিয়ে আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক। শনিবার পুর নিগমের পধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় একদিনের বৈঠক। আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে হয় এই বৈঠক। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পূজাকে সামনে রেখে অনেক গুলি কাজ হাতে নেওয়া হয়েছে।

কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারনে সেই কাজ গুলি শেষ করা যাচ্ছে না। তার পরও চেষ্টা চলছে পুজার পূর্বে সেই কাজ শেষ করার। সেই কাজগুলি কতটা হয়েছে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে। মানুষ যেন ভালোভাবে পূজা দেখতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে দশমীঘাটের আধুনিক নিরঞ্জন ঘাটের উদ্বোধন হবে।

আগরতলা শহর এলাকাকে পুজার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই বছর আগরতলা শহর এলাকায় দুর্গা পুজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান মেয়র।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব সহ অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service