জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পুজাতে সকলের মুখে যেন হাসি ফুটে, সকলে যেন আনন্দে মেতে উঠে তার জন্য বস্ত্র বিতরণ এলাকার মহিলাদের মধ্যে। দুর্গা পূজাকে সামনে রেখে এলাকার মায়েদের হাতে উপহার দেওয়া হয়েছে।শুক্রবার নিজ বিধানসভা কেন্দ্রে মহিলাদের হাতে বস্ত্র তুলে দিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডে হয় বস্ত্র দান। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কর্পোরেটর জাহ্নবি দাস, টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।
উপস্থিত অতিথিরা এলাকার মহিলাদের হাতে দুর্গা পূজাকে সামনে রেখে বস্ত্র তুলে দেন। পূজা উপলক্ষে নতুন বস্ত্র পেয়ে খুশি মহিলারা। কারণ দুর্গা পূজার সময়ে সকলে আনন্দে মেতে উঠতে চায়।কিন্তু সকলের পক্ষে নতুন বস্ত্র কেনা সম্ভব হয় না। তাই এই সময়ে বিভিন্ন সংস্থা, সংগঠন এগিয়ে আসে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করে উৎসবের আনন্দ ভাগ করে নিতে।
Leave feedback about this