জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতীতকে দেখে শিখতে হবে। বর্তমান ভারত যেভাবে এগুচ্ছে এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ভারত অনেক এগিয়েছে। চিকিৎসা বিজ্ঞান হোক কিংবা শিল্প ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে গেছে। রাজ্যের পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সকলের অবদান রয়েছে। শুক্রবার এক রক্তদানব শিবিরে একথা বললেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়।
তিনি জুটমিলের প্রসঙ্গ টেনে বলেন, শ্রমিকরা নিজেদের স্বার্থের জন্য একসময় আন্দোলন করতে করতে একসময় শিল্পটাই বন্ধ হয়ে গেছে। শুক্রবার রক্তদান শিবির হয় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে।
ভারতীয় মজদুর সঙ্গের অন্তর্গত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সঙ্গের উদ্যোগে হয় মেগা রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী দেবশ্রী কলই, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা। শিবিরকে ঘিরে সংগঠনের কর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।
Leave feedback about this