2024-12-15
agartala,tripura
বিশ্ব রাজ্য

ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এল ৮০০ কেজি ইলিশ মাছ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের ইলিশ রাজ্যে এলেও চড়াদামে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজি দরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরেই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। ভারত- বাংলাদেশে ব্যবসা বানিজ্যে ব্যাপক প্রভাব পড়ে। বন্ধ হয়ে যায় ইলিশ ভারতে আমদানি। সে দেশের অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয়।

অবশেষে রাজ্যে এসে পৌছাল বাংলাদেশের ইলিশ মাছ। বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারনে বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ মাস আমদানি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ মাছ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে।

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেয়।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবশেষে রাজ্যেও এসেছে ওপারের ইলিশ মাছ। শুক্রবার আখাউড়া চেক পোস্ট দিয়ে প্রায় ৮০০ কেজি ইলিশ মাছ রাজ্যে আসে।

আগরতলা শহরের বিভিন্ন বাজার গুলিতে দেখা যায় বাংলাদেশের ইলিশ শনিবার। উৎসবের মুখে আরও ইলিশ আসবে। তবে বাজারে ইলিশের চড়া দাম। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজি দরে। ফলে বহুদিন পরে ইলিশ বাজারে এলেও আমজনতার হাতের নাগালের বাইরে দাম।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service